মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭

জাকির নায়েক এর সাথে ডিবেট নিয়ে হিন্দুদের মিথ্যাচারঃ



ফেসবুকে হিন্দুদের নিকট থেকে সবচেয়ে বেশী বিদ্বেষ পাওয়া জীবিত ব্যাক্তি হয়ত জাকির নায়ক।তারা জাকির নায়েককে নিয়ে বহু মিথ্যাচার করে। তাদের করা মিথ্যাচারের মধ্যে অন্যতম হচ্ছে, মহেন্দ্রপাল নামের একজন অখ্যাত ব্যাক্তির নাম জাকির নায়েকের নামের সাথে জুড়ে দেয়া। ইউটিউবে একটা ভিডিও দেখা যায় Guru of zakir naik defeated by pandit mahendra pal arya নামে। তারা বলে আর্য সমাজী মহেন্দ্রপাল নাকি  জাকির নায়েককে চ্যালেঞ্জ দিয়েছে এবং জাকির নায়েক তার ভয়ে পালিয়ে বেড়ায়। আসুন দেখা যাক তাদের মিথ্যাচারের পোষ্টমর্টেম।

প্রথম মিথ্যাচার 
মহেন্দ্রপাল জাকির নায়েককে চ্যালেঞ্জ করেছে আর জাকির নায়েক নাকি তার ভয়ে পালিয়ে বেড়ান।

জবাবঃ
হিন্দুরা যতগুলো মিথ্যাচার করে তার মধ্যে এটা তার মধ্যে সবথেকে নিকৃষ্ট।
প্রথমে দেখা যাক মহেন্দ্র পাল কে? মহেন্দ্রপালের নিজ ভাষ্যমতে উনি ছিলেন একজন ওহাবী মৌলভী, তিরিশ বছর আগে ইসলাম ছেড়ে আরিয়া সমাজে যোগ দেন অথচ ইসলামে ওহাবীবাদের কোন স্থান নেই। তাই উনি কখনই একজন সত্যিকারের মুসলিম ছিলেন না কোনকালে।আর একজন প্রাক্তন ওহাবী মৌলভী হবার সুবাদে সে কোরান তেলাওয়াত করে নিজেকে জ্ঞানী বানানোর চেষ্টা করে।

এবার আসি আসল ব্যাপারে। হিন্দুরা যা প্রচার করে আসল ঘটনা সম্পুর্ন উলটো।
মূলত জাকির নায়েকই ২০০৪ সালে মহারাষ্ট্রে একটি প্রগ্রামে মহেন্দ্রপাল সহ আর্য সমাজের প্রধান স্কলারদের পাবলিক ডিবেটের আমন্ত্রন জানায়। কিন্তু এই মহেন্দ্রপাল তখন ভয় পেয়ে জাকির নায়েকের সামনে যায় নি।জাকির নায়কের সামনে না গিয়ে সে চোরের মত ইমেইলে তাকে প্রশ্ন করেছে। কি হাস্যকর।
শুনুন তার নিজের মুখেই,


ভিডিওটি দেখতে সমস্যা হলে ইউটিউব লিংক এ এখানে দেখুন https://www.youtube.com


মূল ভিডিও লিংকঃ https://www.youtube.com/watch?v=tYor776Iqug


আর কেনই বা সে যাবে ? জাকির নায়েকের সাথে তর্ক করার মত জ্ঞান কি তার আছে ?  সেটা সে নিজেও জানে।
মুলত জাকির নায়কের সামনে দাড়ানোর সাহস কোন হিন্দু খ্রিষ্টান বা অন্যান্য ধর্মের স্কলারদের নেই, সেটা মহেন্দ্রপালই আবার প্রমান করল।    
বর্তমান সময় হচ্ছে এরকম যে নিজের নাম যদি বিখ্যাত ব্যাক্তিদের নামের সাথে জুড়ে দেয়া যায়, তবে সেও বিখ্যাত হয়ে যায়।আর এই অখ্যাত মহেন্দ্র পাল ফেমাস হবার আশায় সেটাই করছে। সারাদিন জাকির নায়েক জাকির নায়েক করছে, কিন্তু জাকির নায়েক সরাসরি চ্যালেঞ্জ দিলে তার সামনে যেতে ভয় পাচ্ছে, আবার উলটো প্রচার করছে জাকির নায়েক নাকি তার সামনে আসছে না। হিন্দুদের চরম দ্বিমুখী মিথ্যাচার।


দ্বিতীয় মিথ্যাচারঃমহেন্দ্রপাল নাকি জাকির নায়েকের গুরু মুহাম্মদ তারিককে ডিবেটে হারিয়েছেন।

জবাবঃ

যারা জাকির নায়েক কে চেনে এবং তার জীবনি পড়েছে তারা এ খবর শুনে হাসতে হাসতে অক্কা পাবে , কারন জাকির নায়েকের গুরু হচ্ছেন প্রাক্তন শেখ আহমেদ দিদাত যা জাকির নায়েক তার বহু বক্ততায় স্বীকার করেছেন। কিন্তু এই গুরুর নাম তারা কোথায় পেল? এরকম কোন রেফারেন্স পাওয়া যায় না মহেন্দ্র পালের সাথে তর্ক করা এই মুহাম্মদ তারিক জাকির নায়েকের গুরু। এর চেয়ে বড় মিথ্যাচার আর হতে পারে না।এই মুহাম্মদ তারিক হচ্ছেন ভারতের একটি ইউনিভার্সিটির প্রফেসর এবং IRF এর একজন সদস্য মাত্র। তিনি জীবনেও জাকির নায়েকের গুরু নন। আর যদি তর্কের খাতিরে মেনেও নেই যে তিনি জাকির নায়েকের গুরু তবে ইতিহাসে এটা প্রথম হবে যে , কেউ একজন গুরুকে হারিয়ে এখন তার চ্যালাকে চ্যালেন্জ করছে।মুলত এগুলো হাস্যকর কথা । আর হ্যা উক্ত ডিবেটে জাকির নায়েক তো ভাল, IRF এর ও কোন সংযোগ ছিল না। কারন উক্ত ডিবেট কখনই IRF এর পক্ষ থেকে হয় নি, বরং তারিক তার ইউনিভার্সিটির পক্ষ থেকে উক্ত ডিবেটে অংশ নিয়েছিলেন।

তৃতীয় মিথ্যাচারঃ
ডিবেটে নাকি আব্দুল্লাহ তারিক পন্ডিতজীর কাছে হেরেছেন। 

জবাবঃ 
এবার ভিডিওটার প্রসংগে যাই, আপনারা কি কেউ সেই ভিডিওটা পুরো দেখেছেন। মূলত উক্ত ডিবেটে মোহাম্মদ তারিক মোটেই হারেন নি বরং অত্যন্ত সফলভাবে জিতেছিলেন।আর পন্ডিত মহেন্দ্র পাল অত্যন্ত অসহিষ্ণু মনোভাবের পরিচয় দিয়েছিলেন ।
তারিক পন্ডিতজীর প্রতিটি প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ।
ডিবেটের বিষয় ছিল ইসলাম শান্তির ধর্ম কিন। কিন্তু মুহাম্মদ তারিক তার সবগুলো প্রশ্নের উত্তর দেয়ার পর পন্ডিতজী তাকে আর আটকাতে না পেরে টপিকের বাইরে সম্পুর্ন ভিন্ন বিষয়ে কথা বলা শুরু করেন।তিনি আল্লাহর আরশ, মরিয়মের গর্ভে ঈশা আঃ এর জন্ম ইত্যাদি নিয়ে কথা শুরু করে।অতঃপর মডারেটর তাকে ওয়ার্নিং দেয় ।এরপর মুহাম্মদ তারেক বেদের কতিপয় ভয়াবহ সহিংশ্র শ্লোক পন্ডিতজীর সামনে তুলে ধরলে পন্ডিতজী বলেন ওখানে দুষ্টের দমনের কথা বলা আছে। অতঃপর তারিক পাল্টা রেফারেন্স দেন যে ওখানে মুলত যারা বেদকে অস্বীকার করে তাদের নিঃশংসভাবে হত্যার কথা বলা আছে। অতঃপর পন্ডিতজি এই বিষয়ে তেমন কিছু না বললে মডারেটরই এই বিষয়ে ব্যাখ্যা দেয়ার চেষ্টা করেন। ডিবেটের এক পর্যায়ে তারিক মহেন্দ্র পালের নির্বুদ্ধিতায় হেসে ফেলেন এবং তাকে তার একটি প্রশ্নের একটি চরম উত্তর দেন । ফলে তারিকের পক্ষে হাত তালি শুরু হয় কিন্তু তারিক সাথে সাথে হাত উঠিয়ে তাদেরকে থামিয়ে দেন। এবং অত্যন্ত শান্তভাবে নিজের বক্তব্যকে তুলে ধরতে থাকেন ।
মহেন্দ্রপালের ইউটিউব চ্যানেলে ভিডিওটা নিজেরাই পুরোটা দেখুন,
 https://www.youtube.com/watch?v=_246Zd5xeHE

আর মহেন্দ্রপালের ইসলামের ব্যাপারে করা প্রশ্নগুলোর ব্যাপারে বলি, এগুলোর জবাব বহু আগেই মুসলিমরা অনলাইনে দিয়ে রেখেছে।  সবগুলোর জবাব এখানে,
https://www.youtube.com/watch?v=wp7pRCzgTVM

মহেন্দ্রপালের ইসলাম নিয়ে ধোকাবাজি দেখুন, https://www.youtube.com/watch?v=psl4hTaHozc

সাধারন একটা মুসলিম ছেলে মহেন্দ্রপালকে সরাসরি ফোনে চ্যালেঞ্জ দিলেও দেখুন সে কিভাবে পালাচ্ছে, https://www.youtube.com/watch?v=balqh1rsiZg&list=PLlrPMRXOcCBCM9UdkytPsdjAcr_AT4fbK

যাই হোক, পরিশেষে বলব ইসলাম বিদ্বেষীদের মিথ্যাচার থেকে সচেতন থাকুন।

৮টি মন্তব্য:

  1. উত্তরগুলি
    1. যে এই কথা বলছে সে যদি সনাতন ধর্মাবলম্বী হয় তাহলে আমি মুসলিম হিসেবে বুঝলাম সনাতন ধর্মে অন্যকে অপমান, গালিগালাজ, অশ্লীল ভাষা ব্যবহার করা কোনো অপরাধ নয়। অথচ আপনাদের সনাতন ধর্মেই এটি নিষিদ্ধ। এবং এটি প্রমাণিত হয় যে সনাতন ধর্ম পরিবর্তনশীল এবং যাহাই পরিবর্তনশীল তাহাই মনগড়া।

      মুছুন
    2. কারণ আপনাদের মতো জাতি যেরূপ ব্যবহার করে ,তাদের সেইরূপ অপমান করা বাঞ্চনীয় তাদের ঠিক পথে নিয়ে আসার জন্য। আরে কওমি মাদ্রাসার মূর্খ জাতি ইউটুব চ্যানেল আছে কি আপনার যে আপনি হিন্দুদের সাথে একটু ডিবেট করে নিজেকে লজ্জিত করবেন! সেই সাহস তো আপনার নেই ,বসে বসে ওয়েবসাইট বানিয়ে মিথ্যাচার করা যায় কিন্তু সৎসাহস দেখানো যায় না!যদি মিথ্যাচার করে নিজেকে সৎ ভাবেন ও সম্মান পাওয়ার আশা করেন ,তাহলে তো আপনাদের মতো ভন্ড ও মূর্খ জাতি দুইটা হয় না!!

      মুছুন
    3. সনাতন ধর্মে অনেক কিছুই জায়েজ। কোনো নিষিদ্ধ বস্তু নেই। সেজন্য অন্যকে অপমান করাও হয়তো সনাতন ধর্মের ইশ্বরের উপসনা করা। মূর্তি পূজা সনাতন ধর্মে নিষিদ্ধ কিন্তু তারপরেও ইনারা মূর্তিপূজা করে থাকেন। অর্থাৎ সনাতন ধর্মে হয়তো নিষিদ্ধ বলতে কিছু নেই। আর সেজন্য তাদের সাথে কথা বলে লাভ নেই। যে ব্যক্তি চোখ খোলা রেখে ঘুমায় তাকে কীভাবে জাগানো যায় তার তো চোখ ঘুমানো অবস্থাতেও খোলা।

      মুছুন
  2. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  3. ভন্ড মহেন্দ্র পাল কয়েক দিন আগে ব্রাদার্স রাহুল এর সাথে এসে ডিবিট এ এসে হেরে গেছে....
    ডিবিট হয়েছিল বাংলাদেশের সুপরিচিত ইউটিউব চ্যানেল face the people এ লিংক-
    https://youtu.be/WA2pkOfcfGc

    ডিবিট এর আগে হিন্দুরা মহেন্দ্রের পক্ষে কমেন্ট গরম করলেও পরে আর খুজে পাওয়া যায় নি

    উত্তরমুছুন